বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪
অ- অ+

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল শনিবার বিকালে রাজধানীর মাতুয়াইলস্থ কার্যালয়ে ঘোষণা করা হয়েছে।

জানা যায়, সাধারণত কওমি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো রমজানের পূর্বে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। পরে চলতি মাসের ১৪-১৭ তারিখ পর্যন্ত দেশব্যাপী কেবল হিফজুল কোরআনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- মুফতি হেমায়েতউল্লাহ কাসেমী, মাওলানা বাছিরউদ্দীন মাহমুদ, মুফতী আব্দুর রব ফারুকী, মুফতী মঈনুদ্দীন খান তানভীর, মুফতী আব্দুল আজিজ কাসেমী, মুফতী আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা এনায়েতউল্লাহ সাঈদ, মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা রেদওয়ান আহমদ, মাওলানা আশরাফ ও মাওলানা জুবায়ের প্রমুখ।

সভায় বক্তারা বলেন-আদর্শ নাগরিক গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। সমাজের চলমান সুদ ঘুষ দুর্নীতির ভয়াল থাবা থেকে রক্ষা পেতে দীনি ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে সর্বত্র। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এ লক্ষ্য নিয়েই দেশজুড়ে কাজ চালিয়ে যাচ্ছে।

শেষে বোর্ডের প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমোনাই রহ. ও শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.-এর মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা