ভোলায় টেকসই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে পাঁচ দফা দাবি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৮
অ- অ+

ভোলায় টেকশই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য পাঁচ দফা দাবি জানিয়েছে বালুবাহি জাহাজ মালিক সমিতি। রবিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

ভোলা বালুবাহী জাহাজ মালিক সমিতির সভাপতি মো. ফারুক গাজী বলেন, ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হওয়ায় সাগরমুখী পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে ভোলায় নদী ভাঙন দেখা দেয়। এছাড়াও ডুবোচরের কারণে চট্রগ্রাম থেকে খুলনামুখী জাহাজ এবং ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। এ অবস্থায় ডুবোচর অপসারণ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি টেকশই বাঁধ নির্মানাধীন ও অবকাঠামো উন্নয়নের জন্য পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবীগুলো হলো- জাহাজ পরিবহনের হয়রানি বন্ধ, কার্গো জাহাজের নিরাপত্তা, ডুবোচর অপসারণ, ভোলায় বালুমহাল ঘোষণা, উত্তোলনকৃত বালু বিক্রি ও অনুমতি দেয়া।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো. নুরনবী, সদস্য মো. জামাল, ফারুক ও হানিফসহ জাহাজ মালিক সমিতির নেতারা।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা