ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১
অ- অ+

ভোলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরোও পাঁচজন। নিহতরা হলেন, দৌলতখান উপজেলার মধ্য জয় নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবির হোসেন (৬৫), একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লামিয়া (৮) ও চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের দিদারুল্লাহ(৪০)। মঙ্গলবার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় তারা নিহত হন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় কবির হোসেন নামের এক পথচারী নিহত হন। অন্যদিকে সকালে একই উপজেলার সৈয়দপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাপায় লামিয়া (৮) নামে এক শিশু নিহত হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরের দিকে ভোলার চরফ্যাশন উপজেলার কাইমুদ্দিন মোড় এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে তেলের ট্যাংকার ও ব্যাটারিচালিত বোরাকের সংঘর্ষে দিদারুল্লাহ নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা