ঢাকার রাস্তায় হঠাৎ জামায়াতের শোডাউন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২০, ১১:৩৮| আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১১:৪১
অ- অ+

নানামুখী চাপে পর্যদুস্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও কোনঠাসা অবস্থায় আছে। দলের প্রকাশ্য কার্যক্রম আগের মতো নেই। কখনো ভার্চুয়ালে আবার কখনো একেবারে গোপনে নিজেদের কর্মসূচি পালন করেন। এরমধ্যেই হঠাৎ করে শনিবার সকালে ঢাকার রাজপথে সরব হয়ে উঠে দলটির নেতাকর্মীরা।

সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণ, খুন, গুম ও চাঁদাবাজির প্রতিবাদে শনিবার সকালে ঢাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে জামায়াত।

দলটির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল নিজের ফেসবুক পেজে মিছিলের তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সিলেট এমসি কলেজসহ সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজির প্রতিবাদে আজ রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের
কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না: ডা. হারুন
জুলাই শহীদরা জানত না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে : ইশরাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা