স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ২১:৩৫
অ- অ+

জামালপুর শহরের কম্পপুরের মধ্যপাড়া গ্রামে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী ছাইদ আলীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টায় কম্পপুর মোড়ে এই মানববন্ধন হয়।

স্থানীয় আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ২নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, আজিজুর রহমান বাদশা ও সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘ঘাতক ছাইদ আলী স্ত্রী ফাতেমাকে হত্যার আগে ২০১২ সালে তার ১১ মাসের শিশু কন্যাকে হত্যা করেছিল। সেই ঘটনায় কোনো শাস্তি হয়নিই তার। কয়েকদিন আগে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। তার এমন কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েছে এলাকাবাসী। তাই ছাইদ আলীর ফাঁসির দাবি জানান তারা।’

মানববন্ধন শেষে ছাইদ আলীর ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজনে করে এলাকাবাসী। মিছিলটি কম্পপুর রেলগেইট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কম্পপুর গোরস্থান এলাকায় গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ৪ অক্টোবর জামালপুর শহরের কম্পপুর মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী ছাইদ আলীর ধারালো বটির আঘাতে প্রাণ হারান স্ত্রী ফাতেমা বেগম।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা