পাত্রের বয়স ১০৫, পাত্রীর ৮০

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১১:৪১ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১১:১১

আহাদ আলী মণ্ডল ওরফে আদির বয়স ১০৫। আমেলা বেগম ৮০ বছরের বৃদ্ধা। ছেলে-মেয়ে, নাতি-নাতনি মিলিয়ে উভয়েরই বড় সংসার। বিয়ে থা করে সন্তানরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত।

এদিকে বড় নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন আহাদ ও আমেলা। সেই একাকিত্ব কাটাতে জীবন সায়াহ্নে এসে ফের জুটি বাঁধলেন তারা।

নাটোর সদর উপজেলায় পুকুর ডাঙ্গাপাড়া গ্রামের শতবর্ষী আহাদ আলী মণ্ডল ও আমেলা বেগমের বিয়েটা বুধবার রাতে বেশ ঘটা করেই সম্পন্ন হয়েছে। ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহরের ওই বিয়েতে গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান জানান, পাত্র-পাত্রী একই গ্রামের বাসিন্দা। পাত্র আহাদের চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকী জীবন কাটাচ্ছিলেন। পরে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে একই গ্রামের আমেলা বেগমের স্বামী মারা যাওয়ার পর সন্তান ও নাতি-নাতনি থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। তবে তার সন্তানের সংখ্যা জানা যায়নি। এ অবস্থায় তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। অবশেষে উভয় পরিবারের সম্মতিতে বুধবার রাতে অনুষ্ঠান করেই এ দুজনের বিয়ে দেয়া হয়। ব্যতিক্রম এ বিয়ে দেখতে অনেকেই ভিড় জমান।

চেয়ারম্যান আরও জানান, উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতেই বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করা হয়। তবে বিয়ের সময় উপস্থিত মোহরানা বাবদ নগদ ৬৫০ টাকা পরিশোধ করেন শতবর্ষী আহাদ। উভয়ের ছেলে-মেয়েরা উপস্থিত থেকে এ বিয়ে সম্পন্ন করেন।

গ্রামবাসী নবদম্পতির দীর্ঘায়ু কামনা করেছেন। তারা মিষ্টিও বিতরণ করেন। নবদম্পতিও তাদের সুখী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :