প্রেসিডেন্টস কাপের ফাইনালের তারিখ পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৭:১০
অ- অ+

বৈরি আবহাওয়ার কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। ম্যাচটি আগামীকাল (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত তারিখ অনুযায়ী তা আগামী রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

করোনার কারণে গত মার্চ মাস থেকে বাংলাদেশে ক্রিকেট বন্ধ ছিল। মাঠে ক্রিকেট ফেরাতে প্রেসিডেন্টস কাপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরু হয় তিনটি দল নিয়ে। লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে তামিম একাদশ।

টুর্নামেন্টে প্রতিটি দলই লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে নাজমুল একাদশ তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। দুইটি জিতে দ্বিতীয় অবস্থানে নাজমুল একাদশ। এক ম্যাচে জয় পায় তামিম একাদশ।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা