রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ০৮:৩৭| আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৪:২৩
অ- অ+

কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর বৃহস্পতিবার রাতভর রাজধানীজুড়ে বৃষ্টি হয়েছে। তখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিতে ঢাকার প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক জায়গা পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টিতে দাবদাহের মাত্রা কিছুটা কমিয়ে আসলেও জলাবদ্ধতা মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি এখনো চলছে। সকালেও মুষলধারে বৃষ্টি হলেও এখন হালকা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার সড়ক।

সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়।

রাজধানীর মতিঝিল, কারওয়ানবাজার, ফার্মগেট, ধানমণ্ডি, নিউমার্কেট, মালিবাগ, রামপুরা, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় সড়কের অনেক জায়গায় পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু প্রধান সড়কই নয় বিভিন্ন অলিগলিতেও পানি উঠেছে বলে জানান নগরবাসী।

কারওয়ানবাজারে বাজার করতে আসা একজন জানান, সড়কে পানি থাকায় অনেক পথ ঘুরে বাজারে আসতে হয়েছে। ছাতা থাকার পরও ভিজে একাকার হয়ে গেছি।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী

এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০-১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা ৪০-৫০ কিমি পর্যন্তও বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য (১-২) সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা