শনিবার দিল্লির বিরুদ্ধে প্রতিশোধের লড়াই কলকাতার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ২১:৩৬
অ- অ+

কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে একেবারেই ধারাবাহিক নয়। আগামীকাল (শনিবার) দুপুরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআরের সামনে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

আরসিবির কাছে লজ্জাজনক হারের পর দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মরগ্যানের কেকেআর। অন্যদিকে, দিল্লিও আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছে। নাইটদের হারিয়ে তাই প্লে-অফ পাকা করতে মরিয়া শ্রেয়াস আয়ারের দল।

১০ ম্যাচে দিল্লির পয়েন্ট ১৪। প্লে-অফ একপ্রকার নিশ্চিত তা বলা যেতে পারে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের ১০ ম্যাচে পয়েন্ট ১০। লিগ টেবিলে চার নম্বরে থাকলেও প্লে-অফ নিশ্চিত তা বলা যায় না। তাই প্লে-অফের দৌড়ে থাকতে ‘মাস্ট উইন’ গেম মরগ্যানের দলের। চলতি আইপিএলে দিল্লির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে হেরেছিল কলকাতা। এবার তাই বদলার ম্যাচ নাইটদের।

আইপিএলে মুখোমুখি লড়াইয়ে ২৫ বারের সাক্ষাতে ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স আর ১২ বার জিতেছে দিল্লি। পরিসংখ্যানের বিচারে হয়তো একটু এগিয়ে কলকাতা। কিন্তু সাম্প্রতিক ফর্মের নিরিখে অ্যাডভান্টেজ দিল্লি, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

সাড়ে পনেরো কোটির কামিন্স ফর্মে নেই । ফর্মে নেই আন্দ্রে রাসেলও। ব্যাটিং-বোলিং কোনোকিছুতেই সেভাবে ধারাবাহিক নয় কেউই নাইট শিবিরে। অন্যদিকে, দিল্লি শিবিরে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে টম ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান। সঙ্গে শ্রেয়াস আয়ার মার্কাস স্টয়নিস ব্যাট হাতে দিল্লির বড় ভরসা। আর বল হাতে মরু শহরে আগুন ছোটাচ্ছেন কাগিসো রাবাদা, এনরিখে নর্টজেরা। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় শনিবার দুপুরের আবুধাবি।

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা