‘ভালোবাসার প্রজাপতি’ ছবিতে আলিশা ইসলাম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৪৪
অ- অ+

লাস্যময়ী সুন্দরী মিস ইউনিভার্সের প্রথম রানার্সআপ আলিশা ইসলাম। সম্প্রতি তিনি ‘ভালোবাসার প্রজাপতি’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

এই ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির গল্প লিখেছেন রাজু আলীম আর চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।

নিজের চরিত্র নিয়ে জানতে চাইলে আলিশা ইসলাম বলেন, ‘ভিন্নধর্মী ভালো গল্পের নিরীক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যেকোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই। আমি সবসময় দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিতে চাই।'

তিনি আরও বলেন, ‘একটা নির্দিষ্ট গণ্ডি বা ক্যাটাগরিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম, তাই নিজেকে বারবার ভাঙতে চাই, গড়তে চাই। গল্পের প্রয়োজনে যেকোনো চরিত্রে অভিনয় করতে আপত্তি নেই আমার।’

নতুন ছবিটির গল্প নিয়ে নবাগত আলিশা বলেন, ‘ছবিটির গল্প আমার অনেক ভালো লেগেছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। এই ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ এই ছবিতে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। যেকোনো ধরনের ভালো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি সবসময়ই প্রস্তুত।’

এই ছবিতে আলিশা ইসলাম ছাড়াও আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্সতারকা তানিন তানহা, শিপন মিত্র, প্রিয়মণি, ডিজে সোনিকাসহ অনেকে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
ইনডিপেনডেন্ট আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট প্রকাশ করল ব্র্যাক ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা