বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৫:১৩| আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৫:২৯
অ- অ+

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরী হেলাল নামে একজন ও তার সহযোগী জামসেদকে আসামি করে একটি মামলা করেছেন।

পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার কাজিরটেক এলাকা থেকে অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হেলাল ওই এলাকার বসিন্দা। তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। অপর আসামি জামসেদ রহমতপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর বরাত দিয়ে মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল হালিম জানান, ওই কিশোরী লক্ষ্মীপুর জেলার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ৪-৫ দিন আগে হাতিয়ার হরণী ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামে নিজ বাড়িতে আসে। গত ২৪ অক্টোবর শনিবার রাত ১টার দিকে ওই কিশোরী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এসময় ওত পেতে থাকা হেলাল ও জামসেদ তাকে পেছন থেকে মুখ-হাত চেপে ধরে মোটরসাইকেল যোগে চাম্মার ঘাট মেঘনা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে জামসেদের সহযোগিতায় হেলাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হেলালের সহযোগী জামসেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা