এনজিও কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২০, ২৩:০০
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক এনজিও নারী কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যাংক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভুক্তভোগী ওই নারী তার বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল চারটার দিকে এক এনজিও নারী কর্মী ব্যক্তিগত কাজে একটি ব্যাংকে যান। কাজ শেষে বিকাল সাড়ে চারটার দিকে সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। এসময় ব্যাংকটির নিরাপত্তাকর্মী দুলাল মিয়া পথরোধ করে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাতাহাতি করেন। লজ্জায় প্রথমে বিষয়টি চেপে যান। কিন্তু ঘটনাটি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছিলেন না। পরে রবিবার দুপুরে ব্যাংকের ব্যবস্থাপককে সব ঘটনা জানান। ভুল স্বীকার করে নিরাপত্তাকর্মী ওই নারীর পা ধরে ক্ষমা চান। পরে উপস্থিত সবার সামনেই ভুক্তভোগী ওই নারী নিজের পায়ের জুতা দিয়ে নিরাপত্তাকর্মীকে পেটান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় ওই নারী থানায় প্রথমে কোনো অভিযোগ করেননি। তবে মঙ্গলবার ওই নারী এ ঘটনায় মামলা করেন। আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা