পাবনা সুগার মিল বন্ধের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১৭:৩৭

পাবনা সুগার মিলসহ ছয়টি চিনিকল বন্ধের চক্রান্তের প্রতিবাদে শনিবার ঈশ্বরদীস্থ পাবনা চিনিকল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারকে বিব্রত করার জন্য চিনিকল বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনা সরকারকে ভোটের মাধ্যমে পরাজিত করা সম্ভব না। তাই ষড়যন্ত্রকারীরা চিনিকল বন্ধ করে সরকারকে বিব্রত এবং সরকার উচ্ছেদের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লোকসানের অজুহাতে যদি চিনিকল বন্ধই করতে হয়, তাহলে দেশের ১৫টি চিনিকলই একযোগে বন্ধ করতে হবে বলে তারা দাবি করেছেন।

বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখ চাষি ফেডারেশনে ডাকে এই সমাবেশ হয়। সমাবেশে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান আলী বাদশা।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, জেলা পরিষদ সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক নেতা মুরাদ মালিথা, সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুরের চেয়ারম্যান বাবলু মালিথা, পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, আখচাষি ফেডারেশনের নেতা ইদ্রিস মন্ডল, সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, যুবলীগ নেতা দোলন বিশ্বাস প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :