ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও, পরে আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৮:৪৮
অ- অ+

ব্যাংক থেকে টাকা তুলে কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিলেন গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মমিন (৫৫)। সঙ্গে সঙ্গে এক যুবক তার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ব্যাংকের নিরাপত্তা কর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারীকে ধাওয়া করেন। পরে স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে ব্যাংকে নিয়ে আসা হয়। পরে পুলিশ ব্যাংক থেকে ছিনতাইকারীকে আটক করে।

গফরগাঁও সদরের মধ্যবাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকে রবিবার এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীর নাম নাজমুল (৩০)। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার শাহীন মিয়ার ছেলে।

অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার সিনিয়র পিন্সিপাল অফিসার সারোয়ার হোসেন তালুকদার জানান, দুপুরে আব্দুল মমিন নামে এক গ্রাহক সাড়ে ৮ হাজার টাকা উত্তোলন করে কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিলেন। এ সময় আচমকা ওই ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তখন ব্যাংকের নিরাপত্তাকর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে ব্যাংকে নিয়ে এলে আমরা ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকারের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা