পান্থপথে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:০৬ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ২১:২৮

রাজধানীর কলাবাগান থানার পান্থপথ এলাকায় তিতাস গ্যাসলাইনের লিকেজের মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মেরামত কাজে নিয়োজিত তিনকর্মীসহ চারজন দগ্ধ হয়েছেন।

রবিবার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুল্যাহ, আজিম, রুহুল আমিন এবং পথচারী জাফর। তথ্যটি নিশ্চিত করেছেন তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম রতি।

তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছে সেখানে একটি গ্যাস লিকেজের ঘটনা আছে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে দাঁড়িয়েছি মাত্র। এ সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আমাদের স্টাফ। আজিম এবং রুহুল আমিন ডে লেবার। তবে এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি। তার নাম পরিচয় জানতে পারিনি।

এ কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃত পক্ষে কিসের বা কি কারণে ঘটেছে তা এখনও জানা যায়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। তবে আহত আজিম এখনো ভর্তি আছেন। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, এ ঘটনায় দুজনকে ভর্তি নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ২৭ শতাংশ এবং আরেক জনের ৩০ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/২২ নভেম্বর/এআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :