কার্যকর টেকনোলজি পার্টনার পুরস্কার পেলো হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১৫:১১
অ- অ+

এ বছর সিঙ্গাপুর ডিবিএস ব্যংকের সবচেয়ে কার্যকরী টেকনোলজি পার্টনার হিসেবে পুরস্কার পেয়েছে হুয়াওয়ে। কোভিড-১৯-এর এই দীর্ঘ কঠিন সময়ে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী সেবাদান করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে নিবিঢ়ভাবে কাজ করেছে হুয়াওয়ে। ডিবিএস ব্যাংকের কর্মীগণ যেন নিরাপদে ও সুরক্ষিতভাবে বাসা থেকে অফিসের কাজ করতে পারে এজন্য প্রযুক্তিগত সহায়তাও দিয়েছে হুয়াওয়ে। এই পুরস্কার পাবার পেছনে হুয়াওয়ের এই ভূমিকাগুলোকে প্রাধাণ্য দেয়া হয়েছে।

ডিবিএস’র অন্যতম অংশীদার হিসেবে নিজেদের গ্রাহককেন্দ্রিক মনোভাবের ধারাবাহিকতায় হুয়াওয়ে ব্যাংকটির জন্য নানা উদ্ভাবনী সুবিধা নিয়ে এসেছে।

এক্ষেত্রে, সামগ্রিক সমাধান প্রদানের মাধ্যমে ডিবিএস’র ব্যয় সাশ্রয়ে, সক্ষমতার উন্নয়নে এবং কার্যক্রমগত নৈপুণ্যের বিকাশে নিজেদের সমাধান দিয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ে এবং এর অংশীদাররা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে আর্থিক অন্তর্ভুক্তির সেবা প্রদানে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করছে। যার মধ্যে রয়েছে ডাটা-কেন্দ্রীক ব্যবসায়িক উদ্ভাবন, ওপেন ব্যাংকিং, সামগ্রিকভাবে কানেক্টিভিটির সক্ষমতা অর্জন এবং দ্রুতগতিতে সেবাদান। বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলে ১৬শ’র বেশি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে হুয়াওয়ে এখন পর্যন্ত পাঁচ হাজার চার শ’র বেশি সল্যুশন ও সার্ভিস পার্টনারদের কাজ কাজ করেছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা