১৫ কেজির কাতল বিক্রি হলো ২০ হাজারে

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৫:২৬ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৫:১৮

১৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ২০ হাজার ২৫০ টাকায়। এর আগে বুধবার ভোরে রাজবাড়ীর দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

আনিস হালদার জানান, প্রতিদিনের মতো গত মঙ্গলবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে তিনি পদ্মায় মাছ শিকারে যান। বুধবার সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামের মাধ্যমে ১৩৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়ায় দুলালের আড়ৎ থেকে ১৩৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে। মাছটি ২২ থেকে ২৩ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইলিশের আকাল থাকলেও বর্তমান নদীতে বড় বড় কাতল, বাগাড়, আইড়, পাঙ্গাশসহ নানান প্রজাতির মাছ ধরা পড়ছে। এটি খুবই ভালো বিষয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :