লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ২৩:০০
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির টিন কেটে আনন্দ মোহন ধর (৬৫ ) নামে এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত ছেলে। বুধবার দিবাগত রাতে উপজেলার উত্তর আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আনন্দ মোহন ধর ওই এলাকার মৃত সচীন্দ্র ধরের পুত্র।

নিহতের প্রতিবেশী আঁখি ধর বলেন , ঘটনার দিন রাত ১০টার দিকে আমার শ্বশুরকে রাতের খাবার দিয়ে বাড়িতে চলে আসি। সকালে ঘুম থাকে না উঠায় দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির দরজার পাশে টিন কাটা রয়েছে।

ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় লিটন তার বাবাকে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

লিটন ধরের স্ত্রী ঝিনু ধর জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও নেশাগ্রস্ত ছিল। আমি বারবার বারণ করলে আমাকে উল্টো নির্যাতন করত আমার স্বামী।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আমিরাবাদ স্টেশন থেকে পুত্র লিটন ধরকে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা