জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীতে ১৭০০ কোটি টাকার প্রকল্প

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ২২:৪৫

কর্ণফুলী নদীর চট্টগ্রাম বোয়ালখালী অংশের ভাঙন প্রতিরোধে সাত কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। রবিবার কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেছেন, কর্ণফুলী নদী বোয়ালখালীর ভাঙন অংশ আগামী বর্ষার আগে এই কাজ শুরু হবে। এটি নির্মাণ হলে ১৫ কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সরকার প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে আরো একটি মেগা প্রকল্প নিয়েছে। সেনাবাহিনী এ কাজ বাস্তবায়ন করছে। এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী-খাল ভাঙন প্রতিরোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনের সঞ্চালনায় স্থানীয় চৌধুরীহাটে একটি জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বোয়ালখালীর নদী ভাঙন ছাড়াও অচিরেই দৃশ্যমান হবে বহুল জনকাঙ্ক্ষিত কালুরঘাট বহুমুখী সেতুর কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার ভূমি মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল, এস এম দিদারুল আলম, শফিকুল আলম, সাইদুর রহমান খোকা, শফিউল আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি হাজি আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, ইকবাল হোসেন তালুকদার, সাইদুল আলম ও এস এম মহিউদ্দিন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :