পা মচকে গেছে বাইডেনের, সুস্থতা কামনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৫:০০| আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৬:১৮
অ- অ+

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ‘মচকে’ ফেলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার মেজর নামে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে যান বাইডেন। পরবর্তীতে এক্স-রে তার এক পায়ের পাতার মাঝের অংশে ফ্র্যাকচার ধরা পড়ে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও’কনর জানিয়েছেন, ‘পিছলে পড়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্স-রে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।’

এদিকে বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনকে উদ্দেশ্য করে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট। গেল ২০ নভেম্বর বাইডেন ৭৮তম জন্মদিন পালন করেছেন।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/এনএইচএস/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা