করোনায় আক্রান্ত বিএনপি নেতা নজরুল ইসলাম খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
ঢাকাটাইমসকে শায়রুল কবির বলেন, সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ অ্যাপোলো হাসপাতালে সিসিইউতে আছেন। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন দিতে হচ্ছে।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/বিইউ/এমআর)

মন্তব্য করুন