করোনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে ‘ক্ষুধার মহামারি’: ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯
অ- অ+

সারা বিশ্বে মহামারি আকারে বিস্তার লাভ করা ভাইরাস করোনার চেয়েও ‘ক্ষুধার মহামারি’ ভয়ঙ্কর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

বৃহস্পতিবার ভার্চুয়ালে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বেসলে। রোমে ডব্লিউএফপি সদরদপ্তর থেকে ভার্চুয়ালে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার কমানোর প্রচেষ্টার জন্য ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার পায় ডব্লিউএফপি। করোনা মহামারীর কারণে এবার অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা এবং জাঁকজমকপূর্ণভাবে পুরস্কার প্রদানের আনুষ্ঠানিক আয়োজন বাতিল করা হয়। এর পরিবর্তে ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার গ্রহণকালে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বেসলে বলেন, ‘অনেক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের ২৭০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এসব মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে না পারলে ক্ষুধার মহামারী দেখা দেবে, যা কোভিড-১৯ এর চেয়ে মারাত্মক হবে।

জাতিসংঘের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বৃহত্তম এই মানবিক সংস্থা (ডব্লিউএফপি) দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করে কোটি কোটি মানুষের খাদ্য সরবরাহ করছে। ২০১৯ সালে ৯ কোটি ৭০ লাখ মানুষের জন্য খাদ্য সরবরাহ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা