‘অনেক বিষয় সমাধান করতে পারায় জাতির আত্মবিশ্বাস তৈরি হয়েছে’

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫৯
অ- অ+

স্বাধীনতার ৫০ বছরে দেশ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা অর্জন করলেও রাজনৈতিক অগ্রগতি হয়নি বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। স্বাধীনতার ৫০ বছরে এসে ‘কোথায় ছিলাম’ এবং ‘এখন কোথায় এসে পৌঁছেছি’ তুলনা করে বিশাল পার্থক্য তুলে তিনি বলছেন, ‘এই ব্যবধানে এসে অনেক পার্থক্য। অনেক অর্জন আমাদের।’

৪৯তম জাতীয় দিবস উপলক্ষে গতকাল ঢাকা টাইমসকে দেয়া একান্ত সাক্ষাতকারে বাংলাদেশের অর্জনকে এভাবেই তুলে ধরেন সাখাওয়াত হোসেন। বাংলাদেশ যে এখন একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই উল্লেখ করে এ নিরাপত্তা বিশ্লেষক বলেন, ‘চারিদিকে প্রচুর উন্নয়ন হচ্ছে। অনেক বিষয় আমরা ঝুঁকি নিয়ে সমাধান করে ফেলছি। এতে করে জাতি হিসেবে আমাদের মধ্যে এক ধরণের আত্মবিশ^াস তৈরি হয়েছে। এটা অবশ্যই গর্বের বিষয়।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘বিশে^র নানা প্রান্তে নিরাপত্তাগত দিক দিয়ে যে জটিল সমস্যা দেখা যাচ্ছে সেখানে বাংলাদেশ অনেকটা ভালো ও নিরাপদে অবস্থানে আছে। আন্তর্জাতিক কোনো চক্রের মধ্যে আমরা পড়িনি। এটা স্বস্তির বিষয়। যদিও কিছু সমস্যা দেশের অভ্যন্তরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল তাও আইনশৃঙ্খলাবাহিনীর দক্ষতায় বাড়তে পারেনি। তাই এটাকে বড় করে দেখতে চাই না।’

তবে সার্বিক অবস্থার মূল্যায়ন করলে দেশের অর্থনৈতিক অগ্রগতি হলেও রাজনৈতিক অগ্রগতি হয়নি বলেই মনে করছেন এ সাবেক নির্বাচন কমিশনার। সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতিকে লিবারেল ডেমোক্রেসি বলতে পারবো না আমরা। একাধিক দল থাকলেও সংসদ অকার্যকর থাকে, রাজনৈতিক মতাদর্শে বিভক্ত হয়ে আছে। মাঝেমধ্যে দেখি এসব বিভক্তি নানা ধরণের সমস্যার তৈরি করে।’

তিনি বলেন, ‘জাতি হিসেবে ও গণতান্ত্রিক সমাজ হিসেবে আমরা এখনো গড়ে উঠতে পারিনি। আশা ছিলো কিন্তু হয়নি। কেন হয়নি সেটা হয়তো আলোচনার বিষয়। কিন্তু গণতন্ত্রে যে সহনশীলতার একটি বিষয় আছে। সেটা উঠে গেছে।’

তবে স্বাধীনতার ৫০ বছরে এসে যেসব অর্জন সেসব গর্বের বিষয় উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘সারাবিশে^র অনেক বিষয় আমরা বড় বড় দেশের থেকে এগিয়ে আছি। অনেক বিষয় ভারতের থেকেও অনেক বিষয় এগিয়ে আছি যেটা হয়তো অনেকে বিশ^াস করবে না। এখানে জনগণের কৃতিত্ব কোনোভাবে অস্বীকার করা যাবে না। কারণ এর পেছনে তাদের অনেক কঠোর পরিশ্রম আছে।’

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘তবে সামাজিক দক্ষতা উন্নয়নের দিক থেকে বাংলাদেশ অনেক দেশের থেকে পিছিয়ে রয়েছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বুদ্ধিবৃত্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। এটার উত্তর কেউ দিতে পারবে না। হয়তো সরকার বলবে এটা তাদের জন্য প্রপাগান্ডা। কিন্তু সব বিষয় প্রপাগান্ডা নয়। এটি পরিসংখ্যানগত বিষয়।’

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বড় বড় বিশ^বিদ্যালয়ের একশটির মধ্যেও আমাদের কোনো প্রতিষ্ঠান নেই। এদিক দিয়ে নেপাল, ভুটান, মালদ্বীপেরও থেকে পিছিয়ে আছি বুদ্ধিবৃত্তির দিক দিয়ে। এসবের জন্য উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি সেটাও কারণ। রাজনৈতিক বিভাজনও এর পেছনে দায়ী।’

রোহিঙ্গা সংকট নিয়ে শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা বিশ্লেষক সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা নিয়ে একটি আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক ইস্যুর মধ্যে পড়ে গেছি। সেটাকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা