পৌর নির্বাচন: ইভিএমে ভোটের প্রশিক্ষণ নিলেন শাহজাদপুরবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:২২

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোট আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। পৌরবাসী যেন সুষ্ঠুভাবে ইভিএমে ভোট দিতে এ জন্য প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটারদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পৌরসভার পঁচিশটি কেন্দ্রে এ ভোট প্রদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

কান্দাপাড়া সেন্টারের প্রিজাইডিং অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোটারের জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে আঙুলের ছাপ মিলে গেলে ইভিএম মেশিন খুলে যাবে। তখন অন্য মেশিনে প্রতীকের পাশের সাদা বোতাম চাপ দিয়ে সঙ্গে সঙ্গে সবুজ কনফার্ম বোতামে চাপ দিলে ভোট প্রদান সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, ইভিএম মেশিনে ভোট প্রদান দ্রুত হবে এবং জাল ভোট দেয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এক প্রতীকে চাপ দিতে ভুল করে অন্য বোতামে চাপ দিয়ে ফেলে, তাহলে সবুজ (কনফার্ম) বোতামে চাপ না দিলে তিনি ভোট পরিবর্তন করতে পারবেন। এভাবে তিনবার পরিবর্তন করার সুযোগ থাকবে।

কান্দাপাড়া গ্রামের জাহানারা খাতুন, আখি, আজিজুল ও লামিয়া পারভিন আশা ইভিএম মেশিনে ‘মক’ ভোট দিয়ে তাদের অনুভূতি সম্পর্কে বলেন, আমরা মনে করেছিলাম ইভিএম এ ভোট দেয়া খুব কঠিন। কিন্তু না অনেক সহজ। এভাবে ভোট দিলে কোনো ভোট নষ্ট হবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশিক্ষণ কেন্দ্র ইভিএম এ ভোট দিতে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতুহল রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :