পদোন্নতি পাওয়া ২১ পুলিশ সুপারকে পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে সুফিয়ান আহমেদকে পুলিশ সুপার হিসেবে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, মো. নাজিমুল হককে পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, ওয়াহিদুল হক চৌধুরীকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মোহাম্মদ বেলায়েত হোসেনকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. জাহাঙ্গীর আলমকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, এস এম ফরহাদ হোসেনকে কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. আবদুল্লাহ আল-মামুনকে কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. নূরুল আমিন হাওলাদারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, আ স. ম শামসুর রহমান ভূএাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. মাহফুজ্জামান আশরাফকে লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।
আদেশে মো. জসিম উদ্দীনকে ফরিদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার, মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা মহানগরীর উপ-কমিশনার, মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, মো. শাহরিয়ার আলীকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. বেলাল হোসেনকে বগুড়া ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. রবিউল ইসলামকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, মো. আব্দুল্লাহ আল ফারুককে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট, মো. আনোয়ার জাহিদকে ঢাকা পুলিশ টেলিকম বিভাগের পুলিশ সুপার, মোহাম্মদ সাঈদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট এবং মো. শাহজাহানকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসএস/ ইএস)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব ওয়াহিদাকে কৃষি মন্ত্রণালয়ে বদলি

তিন এসপির বদলি

পিএসসির সদস্য হলেন অধ্যাপক উত্তম কুমার

পর্যটন করপোরেশন ও বিসিআইসিতে নতুন চেয়ারম্যান

যুব ও মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যানের যোগদান

পাঁচ জেলায় শীতবস্ত্র বিতরণে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশন

প্রশাসনে উপসচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিবসহ দুজনের রদবদল

তথ্যমন্ত্রীর এপিএসকে নবম গ্রেডে নিয়োগ
