দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোফি ডিভাইন

নিউজিল্যান্ড উইমেন’স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন কিউই ব্যাটসম্যান সোফি ডিভাইন। এর সুবাদে ডিয়েন্ড্রা ডটিনের রেকর্ডে ভাগ বসালেন তিনি। মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম রেকর্ড এখন তাদের দখলে। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬ বলে শতরান করেছিলেন ডটিন।
ওই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওটাগো উইমেন ১২৮ করতে সক্ষম হয়। ফলে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েলিংটন উইমেন। ডিভাইনের ৩৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংসে জয়ের বন্দরে পৌঁছতে মাত্র ৮.৪ খেলতে হয়েছে।
এই সেঞ্চুরিতে আরেকটি রেকর্ডও নিজের করে নেন ডিভাইন। ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এটি। মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তার। ৫ সেঞ্চুরি করা স্বদেশি সুজি বেটস ও অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি পড়ে গেছেন পেছনে।
ঢাকাটাইস/১৪জানুয়ারি/ এমএম
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে টাইগাররা

বাবাকে ‘অমূল্য সম্পদ’ উপহার দিলেন ওয়াশিংটন সুন্দর

রহমত শাহের সেঞ্চুরিতে আফগানদের বড় জয়

রুটের সেঞ্চুরিতে পাল্টা জবাব ইংলিশদের

মোহামেডান-শেখ রাসেল ম্যাচ ড্র

সৌদির লোভনীয় অফারে এবার মেসির ‘না’

অতিথি পাখিদের খাবার দিতে গিয়ে বিপাকে ধাওয়ান

অস্ট্রেলিয়ানরা একই লিফটে জায়গা দিতো না: অশ্বিন

রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম
