ভারতের চারটি রাজধানী থাকা উচিত : মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:২৩
অ- অ+
ফাইল ছবি

ভারতের মতো বড় দেশের চারটি রাজধানী থাকা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেজাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

মমতা ব্যানার্জি বলেন, আমি মনে করি ধারাবাহিকভাবে ভারতের চারটি রাজধানী থাকা উচিত। ইংরেজরা পুরো দেশ কলকাতা থেকে শাসন করতো উল্লেখ করে ভারতের মতো দেশে কেন একটি রাজধানী শহর থাকবে সেই প্রশ্ন রাখেন।

পশ্চিমবঙ্গের এ নেত্রী আরও বলেন, জাতীয় সংসদ অধিবেশনের সেশন দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া উচিত। আমাদেরকে গতানুগতিক ধারণা থেকে সরে আসতে হবে। দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটি গেম খেলা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশের জাতীয় সংগীত `জনগন গণ মন‘ পরিবর্তনের জন্য একটি গেম খেলা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস এই সংগীত প্রচলন করেছিলেন। আমরা এটাকে পরিবর্তন করতে দিব না।

এর আগে এক টুইট বার্তায় মমতা ব্যানার্জি নেতাজির ফান্ড থেকে রাজারহাটে আজাদ হিন্দ ফৌজ নামে একটি মনুমেন্ট এবং নেতাজিকে উৎসর্গ করে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দেন।

ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেআই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা