সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৪ মাদক চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৩৮| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪২
অ- অ+

সাতক্ষীরায় একটি প্রাইভেটকারের সিটের তলায় বিশেষভাবে তৈরি ট্যাঙ্কে লুকিয়ে রাখা ৪২ বোতল ফেনসিডিলসহ সাদা রংয়ের একটি প্রাইভেটকার জব্দ করেছে সাতক্ষীরা থানা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশের সোর্সসহ চার মাদক চোরাকারবারিকে।

রোববার সন্ধ্যায় সাতক্ষীরা-বৈকারী সড়কের শিকড়ি এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই মাদক চোরাকারবারিদের গ্রেপ্তার করে সাতক্ষীরা থানার এসআই আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা।

গ্রেপ্তার মাদক চোরাকারবারিরা হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ওরফে আসাদুল, সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দানকারী সাদ্দাম হোসেন, কাশেমপুর গ্রামের আ. সাত্তারের ছেলে আবু সাঈদ ও বৈকারী গ্রামের ইয়াসিন সরদারের ছেলে শাহিনুর রহমান।

পুলিশ জানিয়েছে সাদ্দাম হোসেন বহুদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল। সাইনবোর্ড হিসাবে জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দিতো সে। সাদ্দাম হোসেনের নামে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। এছাড়াও স্বর্ণ ও মাদক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা