চিতলমারীতে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়লেন ১৬ জন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২২

বাগেরহাটের চিতলমারীতে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে উপযুক্ত কাগজপত্র এবং সাক্ষী উপস্থাপনের অভাবে ১৬ জন বীর মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিস বোর্ডে বাছাই কমিটির সব সদস্যের স্বাক্ষর সম্বলিত বাদপড়াদের নামের তালিকা টানিয়ে দেয়া হয়েছে। সেখানে ‘উপস্থাপিত সাক্ষ্য প্রমাণাদিতে তারা (১৬ জন) মুক্তিযোদ্ধা নন’ বলে উল্লেখ করা হয়েছে।

গত ৩০ জানুয়ারী উপজেলা পরিষদ সভাকক্ষে যাচাই-বাছাই কমিটিতে ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান কর্তৃক মনোনীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএমএ সবুর, সংসদ সদস্য কর্তৃক মনোনীত সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বাড়ৈ ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নির্দেশনা ও বাছাই বিধি মোতাবেক গঠিত কমিটি শান্তিপূর্ণ পরিবেশে বাছাই সম্পন্ন করেছে। তবে তালিকা থেকে বাদপড়া সবাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আপিল করতে পারবেন বলে জানানো হয়।

১৫৬ জন মুক্তিযোদ্ধার একটি তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। সেখানে ১৬ জন উপযুক্ত কাগজপত্র ও সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হন। সর্বশেষ বৃহস্পতিবার বাছাই কমিটির সব সদস্যদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৬ জন বাদ পড়েছেন বলে জানানো হয়।

যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএমএ সবুর জানান, ২০১০ সালের আগে পর্যন্ত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ব্যাপারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) পক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে নেতিবাচক নানা তথ্য যায়। অনেক মুক্তিযোদ্ধার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই কারণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে চিতলমারীতে ১৫৬ জন মুক্তিযোদ্ধাকে যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয়।

এ বিষয়ে বাছাই কমিটির সদস্য সচিব চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম বলেন, যাচাই-বাছাই তালিকার ১৫৬ জনের মধ্যে দুজন অনুপস্থিত ছিলেন। খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি ওই দুজন মুক্তিযোদ্ধা ছিলেন না। স্বচ্ছতার সঙ্গে বাছাই কার্যক্রম সম্পন্ন করায় তালিকা থেকে ১৬ জন বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে একজন আনসার বাহিনীর সদস্য। কমিটির সভাপতি ও সদস্যরা মিলে এ ব্যাপারে তৈরি করা চূড়ান্ত প্রতিবেদন নোটিস বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে কমিটির সব সদস্যের স্বাক্ষর সম্বলিত বাছাইয়ের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বাদপড়াদের নামের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, বড়বাড়িয়া গ্রামের এফ এম বদর উজ্জামান (আনসার বাহিনী), একই গ্রামের কেরামত আলী খান, একই গ্রামের আ. হক শিকদার (মৃত), বড়গুনি গ্রামের বাবর আলী মোল্লা (মৃত), বারাশিয়া গ্রামের মো. নুর ইসলাম শেখ, একই গ্রামের চান মিয়া শেখ, বাঁশবাড়িয়া গ্রামের মো. তাছেন শেখ (মৃত), পরানপুর গ্রামের মোশারেফ, ঘোলা গ্রামের শেখ মোঃ ফরিদ আহম্মেদ (মৃত), পারনপুর গ্রামের আব্দুর রশিদ, মাছুয়ারকুল গ্রামের জ্যেতিষ বসু, বাকপুর গ্রামের ছলেমান শেখ, শৈলদাহ গ্রামের ইদ্রিস শেখ, শিবপুর গ্রামের মোস্তফা শেখ (মৃত), একই গ্রামের সরোয়ার হেসেন (মৃত) ও আড়ুয়াবর্নী গ্রামের আ. সাত্তার খান।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :