পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট শ্রমিক

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২০
অ- অ+

পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আইনুল ইসলাম (৪০) নামে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের জেলা শহরের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের ট্রাক টার্মিনাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আইনুল বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ি এলাকার ইসার উদ্দীনের ছেলে এবং পেশায় তিনিও একজন ট্রাক্টর শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই একটি ট্রাক্টর জেলা শহর থেকে বোদা যাচ্ছিল। পথে ট্রাক টার্মিনালের বিপরীত দিক থেকে আসা আরেকটি খালি ট্রাক্টরের সঙ্গে ওই ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে খালি ট্রাক্টরে বসে থাকা শ্রমিক আইনুল ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় বালুবোঝাই ট্রাক্টরের চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা