১২টি দেশে হাফ সেঞ্চুরি করে গেইলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৫
অ- অ+

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল (সোমবার) কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলতে নামেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ ক্রিস গেইল। ওয়ানডাউনে নেমে ৪০ বলে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৮ রান করেন তিনি। তবুও তার দল হেরেছে ৯ উইকেটে।

করাচিতে অনুষ্ঠিত ম্যাচটিতে দল হারলেও একটি বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিস গেইল। সেটি হলো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১২টি দেশের মাটিতে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ১১টি দেশে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড ধরে রেখেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

গেইলের হাফ সেঞ্চুরি করা দেশগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ (২০) ইংল্যান্ড (৭), দক্ষিণ আফ্রিকা (৭), নিউজিল্যান্ড (১), ভারত (৩৭), অস্ট্রেলিয়া (৭), জিম্বাবুয়ে (৩), বাংলাদেশ (১১), যুক্তরাষ্ট্র (৩), শ্রীলঙ্কা (৩), আরব আমিরাত (৮) ও পাকিস্তান (১)।

পিএসএলের সব ম্যাচই এবার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমে ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেছিলেন ক্রিস গেইল। ওই ম্যাচে করাচি কিংসের বিপক্ষে তার দল হেরেছিল ৭ উইকেটে।

সোমবার লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৮ রান করে ক্রিস গেইলের দল কোয়েটা গ্লাডিয়েটরস। পরে লাহোর ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে তিন ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ৩৩ বলে ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ হাফিজ। ৫২ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮২ রান করে অপরাজিত থাকেন ওপেনার ফখর জামান।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা