নেক্সাস সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা

আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির নিয়মিত ৭৬২তম সভায় এই সিদ্ধান্ত দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেক্সাস সিকিউরিটিজ লিমিটেডকে (ডিএসই ট্রেক নাম্বার ২১৮) কর্তৃক বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ২ (দুই) লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই/এমআর)

মন্তব্য করুন