পিলখানার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার সতর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩০
অ- অ+

পিলখানায় বিডিআর বিদ্রোহের মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। তিনি বলেছেন, এ ঘটনায় যারা দোষী তাদের সাজা হয়েছে। আর কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।

আজ শুক্রবার পিলখানা ট্র্যাজেডি স্মরণে রাজধানীর পিলখানায় বিজিবি কেন্দ্রীয় মসজিদের দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সচিব।

পুনর্ঘটিত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজেবি) ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, দেশের বিশাল সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান বন্ধ করা, বিভিন্ন সন্ত্রাসী আগমন-নির্গমন রোধ এবং অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতে তারা আরও দেশপ্রেম ও মনোবল নিয়ে কাজ করবে।

বিডিয়ার বিদ্রোহের নেপথ্যে কারা রয়েছে, তা উৎঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কমিশন গঠন করতে বলেছিল আদালত। কমিশনের কার্যক্রমের আগ্রগতি সর্ম্পকে জানতে চাইলে সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন বলেন, ‘কমিশন গঠনের পরই তো সাধারণ আদালতে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। যারা দোষী তাদের শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া যদি অন্য কেউ জড়িত থাকে, আমরা খুঁজে বের করার চেষ্টা করব।’

একই সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘২০০৯ সালে যা ঘটেছিল, সেটা থেকে শিক্ষা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরও সুশৃঙ্খল, সুসংগত ও উচ্চমানসম্পন্ন বাহিনীতে পরিণত হয়েছে বিজিবি। ভবিষ্যতে এটা আর উন্নত করার জন্য আমরা এগিয়ে যাব।’

বিজিবি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক উঁচু মনোবলের, অনেক সুশৃঙ্খল এবং অধিক সুযোগ-সুবিধাসংবলিত বাহিনী বলে মন্তভ্য করে মহাপরিচালক বলেন, ‘আমরা অতীতের বিষয়টি ভুলে যেতে চাই।’

এর আগে বাদ জুমা পিলখানা বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআর মহাপরিচালকসহ ৫৬ জন সেনা কর্মকর্তা নিহত হন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এআর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা