শ্রাবন্তীর স্বামীর জীবনে কি নতুন কেউ?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫
অ- অ+

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের আইনি বিচ্ছেদ এখনো হয়নি। তবে মানসিকভাবে তাদের বিচ্ছেদ বহু আগেই হয়ে গেছে। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। কেউ কারো মুখ দেখছেন না। উল্টো সোশ্যাল মিডিয়ায় একে অপরকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন প্রতিনিয়ত।

শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন রোশন। বিচ্ছেদের পর থেকে প্রায়দিনই নাম না করে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গেছে তাকে। সম্প্রতিও তিনি একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। রোশনের সেই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, তার জীবনে নতুন কারো আগমন ঘটেছে। এও মনে করা হচ্ছে, নতুন কারো আগমের শ্রাবন্তীকেই দায়ী করছেন রোশন?

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন রোশন। যেখানে ক্যাজুয়াল পোশাকে নিজের গাড়িতে হাসিমুখে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। ছবি পোস্ট করে রোশন লিখেছেন, ‘একজন মানুষের জীবন অন্য নারীর প্রবেশের কারণ নারীরাই হন।’ এই ক্যাপশান পড়েই নেটিজেনদের প্রশ্ন, তবে কি রোশনের জীবনে নতুন কেউ এসে হাজির হয়েছেন? সে উত্তর অবশ্য এখনও স্পষ্ট করে মেলেনি।

তবে নাহ, শ্রাবন্তীর জীবনে আবার নতুন করে বসন্ত আসার কোনো খবর মেলেনি। অভিনেত্রী আপাতত নিজের ক্যারিয়ার এবং একমাত্র সন্তান ছেলে ঝিনুককে নিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি রোশনের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়েও বরাবর চুপই রয়েছেন শ্রাবন্তী।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা