মির্জাপুরের ইউএনও মালেককে বিদায় সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০
অ- অ+

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেককে প্রেসক্লাব মির্জাপুরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন, নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, শিলা আক্তার প্রমুখ।

পরে প্রেসক্লাবের পক্ষে থেকে ইউএনও আবদুল মালেকের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

উল্লেখ্য, আবদুল মালেক দীর্ঘ আড়াই বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে মির্জাপুরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরবর্তী কর্মস্থল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা