পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ৪৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১৩:০৭| আপডেট : ০১ মার্চ ২০২১, ১৩:৩৯
অ- অ+

রাজধানীর প্রেসক্লাবের সামনে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। এতে দলটির ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার দিনগত গভীর রাতে শাহবাগ থানায় মামলাটি হয়।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট বা হত্যাচেষ্টা, হামলা ও ভাংচুর চালানোর একটি মামলা হয়েছে। যেখানে এজাহার নামীয় ৪৭ জন এবং অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে আদালতে তোলা হবে।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কারণ সংঘর্ষকারীরা প্রেসক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাংচুরসহ পুলিশের উপর হামলা চালায়।

মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এছাড়া ছাত্রদল নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

(ঢাকাটাইমস/১মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা