প্রথম টেস্টে রশীদের না খেলার সম্ভাবনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১৯:৫৩
অ- অ+

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে চলেছে আফগানিস্তান ক্রিকেট দল। আবুধাবিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল (মঙ্গলবার)। তবে, এই ম্যাচে হয়তো রশীদ খানকে পাবে না আফগানিস্তান।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে খেলতে গিয়ে হাতের আঙুলে চোট পান রশীদ খান। যদিও রশীদের খেলা না খেলার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে, ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন বলা হয়েছে, রশীদ এই টেস্ট মিস করতে চলেছেন।

গত ২২ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে ম্যাচ খেলার সময় হাতের আঙুলে ব্যথা পান রশীদ। গেইলের একটি জোরালো শট ঠেকাতে গিয়ে তিনি ব্যথা পান। তবুও চার ওভার বল করে ১ উইকেট শিকার করেন রশীদ।

এবারের পিএসএলে দুইটি ম্যাচ খেলেছেন রশীদ। যে ম্যাচে রশীদ চোট পেয়েছিলেন এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। জানা গেছে, পাকিস্তানেই রশীদের স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে ফ্র্যাকচার হয়েছে।

(ঢাকাটাইমস/১ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা