অল্প বয়সী ছেলের প্রেমে মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১০:২৭
অ- অ+

এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সদ্যই একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকটির নাম ‘ঘোর’। এটি পরিচালনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটকের গল্পও তার লেখা। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছেন।

এই নাটকে মৌ অভিনয় করেছেন একটি ফ্যাশন হাউজের মালিকের চরিত্রে। এখানে অভিনেত্রীকে তার থেকেও অনেক কম বয়সী একটি ছেলের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। সেই কম বয়সী ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের এই সময়ের পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। নাটকটি শিগগিরই টেলিভিশনে প্রচার হবে।

এদিকে, এ নাটকটির মাধ্যমে চার বছর পর একসঙ্গে কাজ করলেন মৌ ও আনিসুর রহমান মিলন। দীর্ঘদিন পরে একসঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে মিলন বলেন, ‘চিত্রনাট্য পাঠানোর পর থেকেই মৌ আপা নানা পরামর্শ দিয়েছেন। কাজটি নিয়ে তিনি খুবই উৎসাহী ছিলেন। নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও তার আলাদা চেষ্টা ছিল। কস্টিউম নিয়েও ভেবেছেন।’

তিনি আরও বলেন, ‘অনেক অভিনয়শিল্পী দেরি করে শুটিং সেটে আসেন। কিন্তু মৌ আপা ঠিক সময়ে শুটিং সেটে হাজির হয়েছেন। তিনি যেভাবে কাজে সহযোগিতা করেছেন, এতে আমি মুগ্ধ। আপা অনেক বেশি কো-অপারেটিভ। আমার মনে হয়েছে, বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য মৌ আপার মতো অভিনেত্রীকে দরকার। তিনি নিয়মিত অভিনয় করলে আমাদের নাটক আরও বেশি সমৃদ্ধ হবে।’

অন্যদিকে, এক বছর পর অভিনয়ে ফেরা ও নতুন নাটক প্রসঙ্গে মৌ বলেন, ‘এখন অভিনয়ে তেমন আগ্রহ পাই না। কারণ, ভালো গল্প পাই না। তাই গত এক বছরে কোনো কাজ করা হয়নি। তবে মিলনের নাটকের গল্পটি মনে ধরেছে। তাই কাজটি করতে রাজি হলাম। ব্যতিক্রম ধরনের একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

ঢাকাটাইমস/০৩মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা