রায়েরবাজারে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ০৮:৪২| আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৮:৪৩
অ- অ+

নির্মাণাধীন একটি ভবনের সিঁড়ির ফাঁকা জায়গা থেকে পড়ে মো. ফারুক ইসলাম (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালাইকুন্দলিয়া পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। রায়েরবাজারে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি। তার স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছে।

নিহতের ভাই মানিক ইসলাম জানান, কাজ না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের পাঁচতলার সিঁড়িতে বসেছিল ফারুক। এ অবস্থায় সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা