নেপাল পুলিশের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ১৬:৫৩
অ- অ+

ভারতের উত্তর প্রদেশের পিলভিট জেলার নেপাল সীমান্তে পুলিশের গুলিতে এক ভারতীয় যুবক নিহত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরেকজন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত গোবিন্দ সিং তার দুই বন্ধু পাপ্পু সিং এবং গুরুমিত সিংয়ের সঙ্গে সীমান্তের ওপারে বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফেরার পথে তারা নেপাল পুলিশের সঙ্গে বিতর্কে জড়ায়। এরপর সংঘর্ষ হয় এবং পুলিশ গুলি করে। তবে কি বিষয় নিয়ে তারা বিতর্কে জড়িয়েছিল সে বিষয়ে জানা যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নিহত গোবিন্দ সিংয়ের সঙ্গে থাকা আরেক যুবক কোনো রকম পালিয়ে ভারত সীমান্ত পার হয়। কিন্তু তাদের সঙ্গে থাকা আরেকজন এখনও নিখোঁজ রয়েছে।

পিলভিট পুলিশ সুপারের জয় প্রকাশ বলেন, আমরা জানতে পেরেছি তিন ভারতীয় নাগরিক নেপালে যায় এবং নেপাল পুলিশের সঙ্গে বাত-বিতন্ডায় জড়ায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়। আরেকজন সীমান্ত অতিক্রম করে জীবন রক্ষা করে , তৃতীয়জন এখনও নিখোঁজ রয়েছে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা