নিষেধাজ্ঞা অমান্য; নোয়াখালীতে ৭৬ মামলায় লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১০:৫৩
অ- অ+

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী আটদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে গত বুধবার থেকে। নোয়াখালীতে এদিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৭৬টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা হয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও জেলা প্রশাসকের নির্বাহী হাকিমরা।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, করোনাভাইরাসের বিস্তার রোধে জনগণকে স্বাস্থ্য সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ১৩টি দল মাঠে নামে। অভিযানকালে জনগনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা, বিনাকাজে বাহিরে ঘুরাঘুরি করা ও নির্দিষ্ট সময়ের পর প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৭৬টি পৃথক মামলায় এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, করোনা সংক্রমণ রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে। জনসাধারণকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা