দৌলতদিয়া-পাটুরিয়ায় পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১২:১৫| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১২:২৩
অ- অ+

লকডাউনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি পারাপারে ফেরি ছাড়া সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। নিষেধাজ্ঞা আছে ফেরিতে অন্য কোনো গাড়ি বা যাত্রী পারাপারেও। তবে তা অমান্য করেই রাতে পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, লকডাউনের শুরুর আগে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়া ৩০০ থেকে ৪০০ পণ্যবাহী ট্রাক পারাপারের অনুমতি দিয়েছে প্রশাসন। সেগুলোই রাতে পার করা হয় ফেরিতে। কিন্তু তার সঙ্গে ফেরিতে পারাপার হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও মানুষ।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি শাখা ব্যবস্থাপক ফিরোজ খান জানান, সর্বাত্মক লকডাউন ঘোষণায় তারা সকল ধরনের যানবাহন পারাপার বন্ধ রেখেছেন। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হয়েছে। সেটিও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত পণ্যবাহী ট্রাকগুলো পারাপারের অনুমতি পেয়েছে।

ট্রাকের সঙ্গে ব্যক্তিগত বা অন্য যানবাহন পারাপার হবে কি না প্রশ্নে তিনি বলেন, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন যদি অনুমতি দেয় হবে। না দিলে হবে না।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা