ভারতে মাস্ক ছাড়া ধরা পড়লে ১০ হাজার রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১৬:৪৭| আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৭:১১
অ- অ+

ভারতের উত্তরপ্রদেশে মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোলে তাকে সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত জরিমানা করা হতে পারে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই আদেশ জারি করেছেন। এছাড়া ভারতের এই রাজ্যে সপ্তাহান্তিক অথ্যাৎ প্রতি রবিবার লকডাউন পালিত হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মাস্ক ছাড়া প্রথমবার ধরা পড়লে জরিমানা হবে এক হাজার রুপি, আর দ্বিতীয়বার ধরা পড়লে ১০ হাজার রুপি জরিমানা করা হবে।

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ১৭ হাজার ৩৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ১৮৫ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৩০৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ১৮ হাজার ৩০২ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৮৬৬ জন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দেশটির ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলোতে আইসিইউ বেড এবং অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখা দিয়েছে। ভারতের বাণিজ্যিক কেন্দ্র মহারাষ্ট্রের নাগপুরের সরকারি মেডিকেল কলেজের কর্মকর্তা অবিনাশ গাওয়ান্দে বলেন, ‘ভয়ংকর পরিস্থিতি, আমাদের হাসপাতালে নয়শ বেড রয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আরও ৬০ রোগী অপেক্ষা করছে;তাদেরকে আমরা জায়গা দিতে পারছি না।’গুজরাট প্রদেশের মূখ্যমন্ত্রীর কাছে আহমেদাবাদের মেডিকেল প্রধান এক চিঠিতে লিখেছেন, ‘এই অবস্থা চলতে থাকলে মৃত্যু আরও বাড়বে।’

তবে ভারত সরকার জানিয়েছে, তারা প্রতিদিন সর্ব শক্তি দিয়ে অক্সিজেন তৈরি করছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত অক্সিজেন আছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা