গুলশানে ফাঁকা রাস্তায় দুই গাড়ির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ২০:৪৯
অ- অ+

রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। অপর একটি গাড়ি সড়কের পাশে লাইটের খাম্বায় ধাক্কা খেয়েছে। ধারণা করা হচ্ছে ফাঁকা রাস্তা পেয়ে গাড়ির চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে জানান গুলশান থানার উপ-পরির্দশক (এসআই) অমিত ভট্টাচার্য।

এই পুলিশ কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, গুলশানের নিকেতনে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার পর আমরা সেখানে গিয়ে গাড়ি দুটি উদ্ধার করি। তবে এই ঘটনায় গাড়ি দুটির মালিক পক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করেছেন।

বিধে নিষেধের মধ্যে রাস্তায় বের হওয়া অনুমতি ছিল কি না এমন প্রশ্নের জবাবে অমিত ভট্টাচার্য বলেন, তাদের কাছে জরুরি প্রয়োজনে বাহিরে বের হওয়ার জন্য মুভমেন্ট পাস ছিল। তাই আর কোনো পদক্ষেপ নিতে হয়নি।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা