নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৬:৫৯
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম বাবু প্রকাশ কালা বাবু (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রবিবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বাবু গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর গ্রামের জাফর আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে শনিবার রাতে গোপালপুর ইউনিয়নের জিনু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর আল বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে মধুপুর গ্রামের আনিছ মিয়ার বাঁশের ঝাড় থেকে শপিংব্যাগে থাকা একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটিতে সে ওয়ারেন্টভুক্ত। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না: কুষ্টিয়ায় পদযাত্রায় নাহিদ
সালথায় গরু চুরির হিড়িক, সর্বস্বান্ত হচ্ছেন কৃষক ও খামারিরা
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবের সাক্ষাৎ
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা