লরির ধাক্কায় ট্রাক উল্টে মোটরসাইকেলে, প্রাণ গেল তিনজনের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৩:৩৭| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:৩০
অ- অ+
ফাইল ছবি

পেছন থেকে ট্রেলারের ধাক্কায় ট্রাক উল্টে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে। এসময় লরিচালক, ট্রাকের হেলপার ও মোটরসাইকেল আরোহী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও আটজন। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন- লরিচালক মোহাম্মদ রাসেল (৩৫), ট্রাকের হেলপার মোহাম্মদ ফারুক হোসেন (২৮) এবং মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৩৫)।

মঙ্গলবার সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার এসআই আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকামুখী একটি লরির ধাক্কায় ঢাকামুখী আরেকটি ট্রাক উল্টে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে। এসময় লরিচালক, ট্রাকের হেলপার এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী নিহত হয়।

মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সাথে ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রমতে আহতরা হলেন- চৌগ্রাম উপজেলার আটগ্রামের মতৃ.বাঁচা মিয়ার ছেলে রাজ্জাক মিয়া, চট্টগ্রাম মিরেরশরাই উপজেলার করেরহাটের আজিম মিয়ার ছেলে আলমগীর হোসেন, মিরেরশরাই উপজেলার করেরহাটের ইলিয়াছ হোসেনের ছেলে রাজিব, গাইবান্ধা জেলার সৈয়দ আলম মামুন, চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রামের আনু মিয়ার ছেলে জামান, স্থানীয় রাজন, রেদোয়ান, মামুন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা