`তালের রস খেয়ে‘ অর্ধশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ২১:০৫
অ- অ+

মাগুরায় তালের রস খেয়ে এক গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ১৮ জন স্থানীয়ভাবে চিকিৎসা নেবার পর অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার বিকালে জেলার শ্রীপুর উপজেলার আমলসার বাজার থেকে তারা এই রস কিনে খান বলে জানা গেছে। ডায়রিয়ায় আক্রান্ত প্রায় সকলের বাড়ি শ্রীপুর উপজেলার আমলসার ও কচু বাড়িয়া গ্রামে। আক্রান্তদের ১৭ জন প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে আটজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্তদের মধ্যে শিশু, গর্ভবতী মহিলা ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষ রয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি মাসুদ মিয়া জানান, সোমবার বিকালে আমলসার বাজার থেকে চার গ্লাস তালের রস কেনেন তিনি ৪০ টাকা দিয়ে। পরে বাড়ি এসে ইফতারের পর পরিবারের ৫ সদস্য মিলে সেই রস খান। এরপর রাতে এক এক পরিবারের সবাই অসুস্থ হলে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে মঙ্গবার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে ডায়রিয়ার সমস্যা নিয়ে নয়জন ভর্তি হয়েছে। তাদের স্বজনরা জানিয়েছে, তালের রস খেয়ে তাদের এ সমস্যা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা