ইসরায়েলের পারমাণাবিক স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ১৬:২৩
অ- অ+

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সিরিয়ার একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষভ্রষ্ট হয়ে তাদের পরমাণু স্থাপনার পাশে পড়েছে। ওই ক্ষেপণাস্ত্রটি তাদের ডিমনা শহরে ছিটকে পড়ে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি কিংবা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে পারমাণবিক স্থাপনায় আঘাত লাগেনি।

পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক হ্যারি ফসেট জানান, সিরিয়ার যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ডিমনা শহরে আঘাত হেনেছে সেটা বেশ বড় আকারের বিক্ষোরণ। ওই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ১৫০ কিলোমিটার দূরের জেরুজালেম শহর থেকে শোনা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, সিরিয়ায় তাদের অভিযানের সময় ওই ক্ষেপণাস্ত্রটি তাদের যুদ্ধবিমান লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এবং সেটি লক্ষ্যচ্যুত হয়ে ডিমনা শহরে পতিত হয়। সিরিয়া যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে সেটি ছিল এসএ-৫।

সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে তারা সিরিয়ার বিভিন্ন স্থাপনায় ও এলাকায় হামলা চালিয়েছেন।

অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী দামেস্কে ইসরায়েলের হামলা প্রতিহত করেছে। এতে বলা হয়, বৃহস্পতিবারের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী রকেট হামলা করে । কিন্তু সিরিয়ার সেনাবাহিনী অধিকাংশ রকেট প্রতিহত করতে সক্ষম হয়। তবে ওই হামলায় তাদের চার সেনা আহত হয়েছেন এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলেও খবরে বলা হয়।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা