বাগদাদ বিমানবন্দরের কাছে একাধিক রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১০:২৮| আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৫৩
অ- অ+

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কমপক্ষে তিনটি রকেট হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি বিমানবন্দর ভবনের কাছে পড়ে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি। খবর আরব নিউজের

খবরে বলা হয়েছে, রকেটগুলো ইরাকের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রীয় কারাগারের কাছে, দ্বিতীয়টি অভিজাত কাউন্টার টেররিজম সার্ভিস একাডেমির কাছে এবং তৃতীয়টি র‍্যাপিড রেসপন্স রেজিমেন্টের সদর দফতরের কাছে আঘাত হানে।

এর আগে গত ১৮ এপ্রিল বাগদাদের ঠিক উত্তরে ইরাকি বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলায় দু’জন ইরাকি নিরাপত্তা কর্মী আহত হন। এছাড়া প্রায়ই বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার ঘটনা ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করে।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা