বাগেরহাটে এক হাজার ব্যাগ কলেরা স্যালাইন দিলেন সাংসদ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২১, ১৯:২১

বাগেরহাটে ডায়রিয়ায় আক্রান্ত সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিভাগকে আগাম এক হাজার ব্যাগ কলেরা স্যালাইন দিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের হাতে এমপির পক্ষে কলেরা স্যালাইন তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

এসময় সাংসদ তন্ময়ের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) এইচএম শাহীন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সময়ে উপকূলীয় বাগেরহাট জেলায় তাপদাহ বেড়ে যাওয়ায় বৃষ্টিপাত না থাকায় সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে। যার কারণে পানিবাহিত ডায়রিয়া রোগে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যাতে কলেরা স্যালাইনের সংকটে পড়তে না হয়, সেজন্য আগাম ব্যবস্থা নিয়েছেন এই সচেতন সাংসদ।

সাংসদ তন্ময়ের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) এইচএম শাহীন বলেন, উপকূলীয় জেলাতে গরমের সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে এসব এলাকায় খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে। যার কারণে এখানকার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন। কোন কোন হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী চিকিৎসা ভর্তি হচ্ছেন। হাসপাতালে স্যালাইনের সংকট তৈরি হয়েছে। ভর্তি হওয়া অনেক রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালে স্যালাইন পাওয়া যাচ্ছে না তাদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য হাসপাতালে স্যালাইনের সংকটের কথা জানতে পেরে দ্রুত গতিতে স্যালাইন সরবরাহের উদ্যোগ নিয়েছেন। রোগীরা যাতে চিকিৎসাসেবা বঞ্চিত না সেজন্য সাংসদের ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্যবিভাগকে এক হাজার ব্যাগ কলেরা স্যালাইন সরবরাহ করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট উপকূলীয় জেলা। এই জেলায় তীব্র গরমে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালগুলোতে রোগী বাড়ছে। ফলে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে স্যালাইনের সরবরাহে ঘাটতি রয়েছে। শনিবার হাসপাতালে স্যালাইন সংকটের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এক হাজার ব্যাগ কলেরা স্যালাইন সরবরাহ করেছেন। ডায়রিয়া রোগীদের চিকিৎসার প্রধান ওষুধই হচ্ছে কলেরা স্যালাইন। এই স্যালাইন পাওয়ায় ডায়রিয়া রোগীদের চিকিৎসাসেবা মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :